images

মোঃ সাইদুর রহমান (সভাপতি)

শিক্ষা প্রতিষ্টানের ধরণঃ মাধ্যমিক শিক্ষা, প্রতিষ্ঠান নামঃ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, EIIN-108234, ঠিকানাঃ ১/ক, শুক্রাবাদ, পোস্ট- মোহাম্মাদপুর, থানা-শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭। প্রতিষ্ঠানের জমির পরিমান-৫৬ শতাংশ। সংক্ষিপ্ত বর্ণনাঃ নিউ মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ সনে প্রতিষ্ঠিত । এই বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত । প্রভাতী শাখায়  নার্সারি থেকে ৫ম শ্রেণী বালক/ বালিকা ও ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী বালিকা এবং দিবা শাখায় ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী শুধুমাত্র বালক। প্রতিষ্টাকালঃ ০১-০১-১৯৬৮ "পিছনের কথা" নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের ২০১১ সালের শিক্ষা জরিপের রিপোর্ট অনুযায়ী এ প্রতিষ্ঠাটি A (এ) গ্রেডের অন্তর্ভুক্ত । আমি অত্র প্রতিষ্ঠানে গত ১০/০২/২০২৫ তারিখ থেকে এডহক কমিটির সভাপতির দায়িত্বে আছি। অত্র প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফলাফল ১০০%  নিশ্চিতকরণ এবং জিপিএ ৫ এর ধারাবাহিকতা প্রতি বছর বৃদ্ধি করার জন্য নিরলস চেস্টা করে যাচ্ছি।